সুস্থ - সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অর্থনীতিতে এ সম্ভাবনাময় সেক্টারের ভূমিকা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বলা যায় এ দেশের আর্থসামাজিক অগ্রগতি ও সমৃদ্ধি। মৎস্যসম্পদ উন্নয়নের উপর অনেকাংশেই নির্ভরশীল।মাছের মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৪.১০ লাখ টনে , যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা।মোট কৃষিজ জিডিপির প্রায় এক - চতুর্থাংশ (২৩.৩৭ শতাংশ) মৎস্য খাতের অবদান।আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০ % প্রাণিজ আমিষের জোগান দেয় মাছ। দেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের অধিক লোক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করে।ফলশ্রুতিতে মৎস্য সেক্টরে মিরার এগ্রো লিঃ উক্ত অনেকাংশেই সম্ভব হবে।